সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Monday, January 6, 2025

যীশু সবার বিচার করবে কি?

ইদানীং বাইবেল নিয়ে মুসলিম সমালোচকরা মিথ্যাচার করে আসছে। বানিয়ে বানিয়ে বলে থাকেন। আজ বহু মানুষ বাইবেলকে ভুল ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে চলে। তাই আজ আমরা এরকম একটি ভ্রান্ত মতবাদের সঠিক ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি। কারন মিথ্যাকে সর্বদা পরাজিত হতে হবে। 

যীশু সবার বিচার করবে,হ্যাঁ, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট "শেষ বিচার"-এ (Final Judgment) সবার বিচার করবেন। বাইবেলের বিভিন্ন অংশে এই বিষয়ে উল্লেখ রয়েছে। উদাহরণস্বরূপ:

1. মথি ২৫:৩১-৩২
যীশু বলেছেন,
"যখন মনুষ্যের পুত্র তাঁর মহিমায় আসবেন এবং তাঁর সঙ্গে সমস্ত স্বর্গীয় দূতগণ থাকবে, তখন তিনি তাঁর মহিমান্বিত সিংহাসনে বসবেন। সমস্ত জাতি তাঁর সামনে সমবেত হবে, এবং তিনি তাদেরকে মেষ এবং ছাগলের মতো পৃথক করবেন।"

2. যোহন ৫:২২-২৩
এখানে বলা হয়েছে,
"পিতা কাউকে বিচার করেন না, কিন্তু সমস্ত বিচার পুত্রের হাতে দিয়েছেন, যেন সবাই পুত্রকে সম্মান করে যেমন তারা পিতাকে সম্মান করে।

3. প্রকাশিত বাক্য ২০:১১-১৫
এই অংশে বর্ণনা করা হয়েছে যে একটি মহান সাদা সিংহাসন এবং বইগুলি খোলা হবে। যীশু তখন জীবিত এবং মৃত সকলের কাজের ভিত্তিতে তাদের বিচার করবেন।

খ্রিস্টীয় শিক্ষা অনুযায়ী, এই বিচার বিশ্বাসীদের জন্য মুক্তি এবং অশ্রদ্ধাকারীদের জন্য শাস্তি নিয়ে আসবে। তবে বিচার প্রেম ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: