সমালোচকদের দাবিঃ যাহারা ঐ মহামারীতে মরিয়াছিল, তাহারা চব্বিশ সহস্র লোক।-গণনাপুস্তক ২৫:৯; অথচ প্রেরিত পৌল বলেছেন ২৩ হাজার যদিও পুরাতন নিয়মে ২৪ হাজার লেখা আছে,
আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।- ১ করিন্থীয়১০:৮; বিবিএস কেরী ভার্সন
জবাবঃ আমরা যদি গণনাপুস্তকের ঘটনাটি পড়ে দেখি তবে দেখতে পাই এখানে মহামারীতে মৃত লোকেদের সর্ব মোট সংখ্যা উল্লেখ করেছে এবং এখানে দীর্ঘ মেয়াদি দিনের বিষয়ে দেখতে পাওয়া যায় এবং এখানে এটা বর্ণনা করা হয় নি যে মহামারী কতদিন ঘটেছিলঃ
“পরে ইস্রায়েল শিটীমে বাস করিল, আর লোকেরা মোয়াবের কন্যাদের সহিত ব্যভিচারে লিপ্ত হইল। সেই কন্যারা তাহাদিগকে আপনাদের দেব-প্রসাদ ভোজনের নিমন্ত্রণ করিল, এবং লোকেরা ভোজন করিয়া তাহাদের দেবগণের কাছে প্রণিপাত করিল। আর ইস্রায়েল বাল্-পিয়োর [দেবের] প্রতি আসক্ত হইতে লাগিল; অতএব ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদের সমস্ত অধ্যক্ষকে সঙ্গে লইয়া সদাপ্রভুর উদ্দেশে সূর্যের সম্মুখে উহাদিগকে টাঙ্গাইয়া দেও; তাহাতে ইস্রায়েলের উপর হইতে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হইবে। তখন মোশি ইস্রায়েলের বিচারকর্তৃগণকে কহিলেন, তোমরা প্রত্যেকে বাল-পিয়োরের প্রতি আসক্ত আপন আপন লোকদিগকে বধ কর। আর দেখ, মোশির ও ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাতে ইস্রায়েল-সন্তানদের মধ্যে এক পুরুষ আপন জ্ঞাতিগণের নিকটে এক মিদিয়নীয়া স্ত্রীকে আনিল, তৎকালে লোকেরা সমাগম-তাম্বুর দ্বারে রোদন করিতেছিল। তাহা দেখিয়া হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস মণ্ডলীর মধ্য হইতে উঠিয়া হস্তে বর্শা লইলেন; আর সেই ইস্রায়েলীয় পুরুষের পশ্চাৎ পশ্চাৎ কুঠরিতে প্রবেশ করিয়া ঐ দুই জনকে, সেই ইস্রায়েলীয় পুরুষকে এবং পেট দিয়া সেই স্ত্রীকে, বিদ্ধ করিলেন; তাহাতে ইস্রায়েল-সন্তানগণ হইতে মহামারী নিবৃত্ত হইল। যাহারা ঐ মহামারীতে মরিয়াছিল, তাহারা চব্বিশ সহস্র লোক।- গণনাপুস্তক ২৫:১-৯; বিবিএস কেরী ভার্সন
অন্যদিকে প্রেরিত পৌল তার চিঠিতে মহামারীর “একদিনে” মৃত্যুর হিসাব দিয়েছেন মোট মৃত্যুর তালিকা দেন নি। তিনি উল্লেখক করেছেন “এক দিনে ২৩ হাজার লোক মহামারীতে মৃত্যুবরন করেছিল”
“আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।”- ১ করিন্থীয়১০:৮;
গণনাপুস্তক ২৫:৯; থেকে জানা যায় মহামারীতে মোট ২৪ হাজার লোক মারা গিয়েছিল এবং ১ করিন্থীয়১০:৮; উল্লেখ করা হয়েছে “এক দিনের” মৃত্যের সংখ্যা তাই এখানে কোন বৈপরীত্ব নেই।
0 coment rios: