সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, June 27, 2024

জুয়াখেলা কি পাপ? জুয়াখেলা সম্বন্ধে বাইবেল কি বলে?


চিএঃ জুয়া খেলার সরন্জাম ও প্রতিছবি

জুয়াখেলা, বাজিধরা বা লটারি খেলাকে বাইবেল নির্দিষ্ট করে অন্যায় বলে না। বাইবেল এই বিষয়ে আমাদের সাবধান করে না, কিন্তু টাকা-পয়সার প্রতি ভালবাসা থেকে দূরে থাকতে বলে (১ তীমথিয় ৬:১০; ইব্রীয় ১৩:৫)। শাস্ত্র আমাদের সব সময় উৎসাহিত করে থাকে যেন আমরা ‘তাড়াতাড়ি বড়লোক হতে চেষ্টা করা’ থেকে দূরে থাকি (হিতোপদেশ ১৩:১১; ২৩:৫; উপদেশক ৫:১০)। জুয়াখেলা নিশ্চিতভাবে টাকা-পয়সার প্রতি ভালবাসার দিকে ইংগিত করে এবং নিঃসন্দেহে তাড়াতাড়ি করে বড়লোক হতে লোকদের প্রলুদ্ধ করে।

তাহলে জুয়াখেলাটার দোষ কোথায়? জুয়াখেলা বেশ কষ্টকর বিচার্য বিষয়, কারণ যদি সংযমের সাথে এবং শুধুমাত্র বিশেষ কোন উৎসবের কারণে জুয়াখেলা করলে, সাধারণ দৃষ্টিতে মন্দ না হলেও তা অবশ্যই টাকা-পয়সা নষ্ট হয় তাতে কোন সন্দেহ নাই। এরকম বিভিন্ন খেলাধূলায় লোকেরা টাকা-পয়সা নষ্ট করে থাকে। জুয়াখেলাটাও কোন কোন ক্ষেত্রে কম-বেশী সিনেমা দেখা, খুব দামী অপ্রয়োজনীয় খাবার খাওয়া অথবা হাবিজাবি
কিনে টাকা-পয়সা নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। অবশ্য জুয়াখেলায় টাকা-পয়সা নষ্ট করার সাথে অন্যান্য জিনিষপত্র কেনা-কাটা একইরকম ভাবে বিচার করা যায় না। আসলে টাকা-পয়সা অযথা নষ্ট করা উচিত না। অতিরিক্ত টাকা-পয়সা ভবিষ্যতের প্রয়োজনে জমা করে রাখা উচিত, অথবা প্রভুর কাজে দেওয়া উচিত; তা কোনভাবে জুয়া খেলে নষ্ট করা উচিত না।

বাইবেলে প্রত্যক্ষভাবে জুয়াখেলার কথা বলে নাই, কিন্তু ‘ভাগ্য পরীক্ষা’ অথবা ‘সুযোগ’ এর কথা বলেছে। উদাহরণ হিসাবে, লেবীয় পুস্তকে পাপ উৎসর্গের ছাগল এবং পাপ বহনকারী ছাগল আলাদা করতে “গুলিবাঁট” পদ্ধতি ব্যবহার করা হোত। যিহোশূয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জমি ভাগ করে দিতে “গুলিবাঁট” করেছিলেন। কারা যিরূশালেমের দেয়ালের ভেতরে বাস করবে তা নির্ণয় করার জন্য নহিমিয় “গুলিবাঁট” করেছিলেন। যিহূদার বদলে অন্য একজনকে প্রেরিত হিসাবে মনোনীত করতে প্রেরিতেরা “গুলিবাঁট” করেছিলেন। হিতোপদেশ ১৬:৩৩ পদ একথা বলে, “লোকে গুলিবাঁট করে, কিন্তু তার ফলাফল সদাপ্রভুই ঠিক করেন।”

তাহলে, জুয়াখেলার আড্ডা এবং লটারি সম্বন্ধে বাইবেল কি বলে? জুয়াখেলার আড্ডাতে জুয়ারীদের জন্য বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে যতটা সম্ভব বেশী টাকার ঝুঁকি নিতে সুযোগ তৈরী করে দেয়। কখনও বা তারা খুব কম দামে বা একেবারে বিনা পয়সায় মদ সরবরাহ করে থাকে এবং মাতাল হতে উৎসাহিত করে; ফলে তাদের পক্ষে বুদ্ধিপূর্বক সিদ্ধান্ত নেবার শক্তি লোপ পায়। একটা জুয়ার আড্ডায় বেশী বেশী করে টাকা-পয়সা লুটে নেবার সুক্ষ্ণ পদ্ধতি কার্যকর, কিন্তু তার বদলে ক্ষণস্থায়ী ও ফাঁকা সুখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর লটারি খেলার মধ্য দিয়ে চেষ্টা করা হয় যে কোন শিক্ষা বা সমাজ কল্যাণমূলক কাজে সাহায্য করা হচ্ছে। তবে, সমীক্ষায় দেখা গেছে, লটারিতে অংশগ্রহণকারী লোকেরা সবচেয়ে কম আয়ের মানুষ এবং তারাই লটারির টিকিট কেনে। যারা ‘খুব তাড়াতাড়ি বড়লোক হতে চায়’ তাদের জন্য এমন আকর্ষণীয় প্রলোভন প্রতিরোধ করা সত্যিই কঠিন। লটারিতে জেতার সম্ভাবনা খুবই কম, তার ফলে অনেক লোকের জীবন ধ্বংস হয়ে যায়।

লটারি কি ঈশ্বরকে খুশী করতে পারে? অনেক লোক আছে, যারা লটারি বা জুয়া খেলে, যেন তারা চার্চে অথবা কোন ভাল কাজে টাকা-পয়সা দিতে পারে। যদিও এই উদ্দেশ্য ভাল মনে হতে পারে, তবুও জুয়া খেলে আয় করে বাস্তবিক খুব কম লোকই ঈশ্বরের উদ্দেশ্যে ব্যয় করে। সমীক্ষায় দেখা গেছে, লটারিতে জিতে অধিকাংশ লোকের অর্থনৈতিক অবস্থা কয়েক বছরের মধ্যে আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছে। খুব কম লোকই বাস্তবিক ভাল কারণে টাকা-পয়সা দেয়। তাছাড়া, ঈশ্বর এভাবে আয় করা আমাদের টাকা-পয়সা তাঁর মিশন কাজে প্রয়োজন মনে করেন না। হিতোপদেশ ১৩:১১ পদ বলে, “পরিশ্রম না করে যে টাকা পাওয়া যায় তা কমে যায়, কিন্তু যে লোক পরিশ্রম করে টাকা জমায় তার টাকা বেড়ে যায়।” ঈশ্বর সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং তিনি তাঁর চার্চের জন্য প্রয়োজনীয় টাকা-পয়সা ভাল পথে যোগাড় করে দেন। ব্যাংক ডাকাতি বা ড্রাগ বিক্রীর টাকা দান হিসাবে পেলে কি ঈশ্বর সম্মানিত হতে পারেন? কখনই না। ঈশ্বর গরীবদের কাছ থেকে ধনী হবার প্রলোভনে ‘চুরি করা’ টাকা চান না, এমন কি প্রয়োজনও মনে করেন না।

১ তীমথিয় ৬:১০ পদ আমাদের কাছে বলে, “সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা-পয়সার প্রতি ভালবাসা। অনেকে টাকা-পয়সার লোভে খ্রীষ্টিয় ধর্ম-বিশ্বাস থেকে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছে।” ইব্রীয় ১৩:৫ পদ বলে, ‘টাকা-পয়সার লোভ থেকে নিজেদের দূরে রেখো। তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থেকো। ঈশ্বর বলেছেন, “আমি কখনও তোমাকে ছেড়ে যাব না বা কখনও তোমাকে ত্যাগ করব না।”’ মথি ৬:২৪ পদে বলা হয়েছে, “কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালবাসবে। সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর ও ধন-সম্পত্তি এই দু’য়ের সেবা তোমরা একসংগে করতে পার না।”


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: